[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ফাইল ছবি

রপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। ৩৫ শতাংশ পাল্টা শুল্কের নিয়ে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)।

এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে শুল্ক চুক্তিবিষয়ক বাংলাদেশের অবস্থানপত্র আজ ২০ জুলাই বদলে আগামীকাল ২১ জুলাই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতিনিধিদলের দ্বিতীয় দফার বৈঠক শেষে দেশে ফেরার পর দফায় দফায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। এসব বৈঠকে সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আলোচনায় যুক্ত বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, চুক্তির প্রশ্নে মার্কিন দাবি ও শর্তের ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট। একটি বাণিজ্যসংক্রান্ত ইস্যু, অপরটি অ-বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য ইস্যুগুলোর বিষয়ে বৈঠকেই সমাধান পাওয়া গেছে এবং সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কিন্তু অ-বাণিজ্যসংক্রান্ত ইস্যুগুলোর বিষয়ে ইতিবাচক-নেতিবাচক উভয় দিক পর্যালোচনা করে আলোচকেরা এর জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন বলে মত দিয়েছেন।

সোর্স: বাংলাদেশ টাইমস.কম

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর