১৮ ব্যাংক থেকে নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের চাহিদা কমতে থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
১৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে। এজন্য রপ্তানিকারক ও রেমিট্যারদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার ক্রয় করেছে। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ।
বাজার স্থিতিশীল রাখতে আমরা মাঝে মধ্যে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকি। তবে দীর্ঘদিন দর ঊর্ধ্বমুখী থাকায় ডলার ক্রয়ের দরকার পড়েনি। এজন্য সাম্প্রতিক সময়ে এটিই নিলামে ডলার ক্রয়ের উদাহরণ।
এর আগে গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমে যায়। বাজারে ডলারের চাহিদা না থাকায় এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ে প্রবাহ ভালো থাকায় এ প্রভাব পড়ে।
সোর্স: কালবেলা
মন্তব্য করুন: