[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মার্চে ৩০০ কোটি ডলার রেমিট্যান্সের মাইলফলক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ১৭:০৪ পিএম

গ্রাফিক্স

রেকর্ড রেমিট্যান্সের এসেছে বাংলাদেশে। গত মার্চ মাসে দেশে এসেছে ৩০০ কোটি ডলার। রোববার সকালে এতথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রবাসী বাংলাদেশীরা মার্চের ২৬ পর্যন্ত দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের বেশি। এরপর মার্চ শেষের চারদিন আগেই একক একটি মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাইলফলক পেরিয়েছে।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। ওই মাসে মোট ২৬৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে।

সোর্স: আমার দেশ

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর