[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

টাকায় মুজিবের ছবি, ঈদে তাই ছাড়া হচ্ছে না নতুন নোট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ২০:০৩ পিএম

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে।

বিষয়টি জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা।

ব্যাংক গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে, আপনাদের ব্যাংক শাখায় যে সকল ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক নতুন টাকার নোট দেয়া ঘোষণা দিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঈদ উপলক্ষে নতুন নোট দেয়া হবে না।

সূত্র: মানবজমিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর