জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। পাশাপাশি তার নামে থাকা সব স্থাবর–অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রীর প্রকৃত সম্পদের পরিমাণ আসলে কত?
হাসিনার সম্পদ সম্পর্কে সরকারি তথ্য জানতে হলে চোখ রাখতে হয় ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে দেওয়া তার হলফনামায়। সেখানে তিনি নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছিলেন।
হলফনামা অনুযায়ী তার হাতে থাকা নগদ অর্থ ছিল মাত্র ২৮ হাজার ৫০০ টাকা। ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয়ের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া ছিল ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার এফডিআর।
শেখ হাসিনা তিনটি মোটরগাড়ির মালিক বলে উল্লেখ করেন—যার একটি উপহার এবং দুটি ক্রয়কৃত। ক্রয় করা দুই গাড়ির মূল্য তিনি দেখিয়েছেন ৪৭ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণ ও মূল্যবান ধাতুর পরিমাণ হিসেবে উল্লেখ করেছেন ১৩ লাখ ২৫ হাজার টাকার সম্পদ। তার ব্যবহার্য আসবাবপত্রের মূল্য তালিকাভুক্ত করা হয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা।
জমিজমার ক্ষেত্রেও উল্লেখযোগ্য তথ্য রয়েছে। তার নামে নিবন্ধিত কৃষিজমির পরিমাণ ১৫.৩ বিঘা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুর অঞ্চলে ছড়িয়ে আছে। এসব জমির ঘোষিত ক্রয়মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া গাজীপুরের মৌচাকে পরিবারের নামে ৯ বিঘার একটি বাগানবাড়ি রয়েছে। জমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দান করা হলেও উত্তরাধিকারসূত্রে মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহানা, পরে তারা অংশবিশেষ সন্তানদের মধ্যে ভাগ করে দেন।
ঢাকার পূর্বাচলে শেখ হাসিনার নামে একটি প্লট রয়েছে যার ঘোষিত মূল্য ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। জানা যায় তার পরিবারের আরও কয়েক সদস্যকেও একই এলাকায় ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬.১০ শতক জমি নিজের নামে দেখিয়েছেন, যার মূল্য উল্লেখ করা হয় ৫ লাখ টাকা।
সব মিলিয়ে সরকারি হলফনামায় ঘোষিত সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৪ লাখ টাকা হলেও, দুদকের নানা অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ নির্ভুল নয়। অনেকের মতে এটি শেখ হাসিনার প্রকৃত সম্পদের শুধু ক্ষুদ্র একটি অংশ।
মন্তব্য করুন: