[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

হিটলারের মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পত্তি কার হাতে গেলো?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

১৯৪৫ সালের শেষদিকে ব্রিটিশ গোয়েন্দা হেরম্যান রথম্যান ও তার ইহুদি সহকর্মীরা নাৎসি মন্ত্রী গোয়েবলসের প্রেস সেক্রেটারি হাইনজ লরেঞ্জের কাছ থেকে পাওয়া গোপন নথি অনুবাদ করেন। এগুলোর মধ্যে ছিল অ্যাডলফ হিটলারের শেষ রাজনৈতিক উইল ও আর্থিক ঘোষণা। উইলে হিটলার জানান, তার যত সম্পদ আছে তা নাৎসি দল অথবা সরকার পাবে অথবা সবকিছু ধ্বংস হয়ে গেলে কারো অনুমতি প্রয়োজন নেই এই শর্তে তিনি দিয়ে যান।

তিনি দাবি করেছিলেন, তার চিত্রকর্মের সংগ্রহ ব্যক্তি ব্যবহারের জন্য নয়, বরং লিনৎস শহরে গ্যালারির জন্য। প্রকাশ্যে তিনি সহজ, মিতব্যয়ী জীবনযাপন দেখালেও বাস্তবে ছিলেন ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি। তার জনপ্রিয় বই ‘মাইন কাম্ফ’ তাকে কোটিপতিতে পরিণত করে, যা নবদম্পতিদের উপহার ও স্কুলের পাঠ্যবই হিসেবেও ব্যবহৃত হতো।

তিনি বই বিক্রি থেকে মিলিয়ন মার্ক আয় করলেও কর দিতেন না। হিটলারের কর ফাঁকির তথ্য সরকারি নথিতেও রয়েছে। তবে তার মৃত্যুর পর উইলের শর্ত কার্যকর করা যায়নি, কারণ নাৎসি দল ও সরকার বিলুপ্ত হয়ে যায়।

তার বিভিন্ন সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাভারিয়া রাজ্যে হস্তান্তর করা হয়। পাহাড়ি বাড়ি লুটপাটের পর ধ্বংস করে দেওয়া হয় যেন তা পর্যটনস্থলে পরিণত না হয়। তার বইয়ের কপিরাইট বাতিল হয় ২০১৫ সালের ৩০ এপ্রিল, মৃত্যুর ৭০তম বার্ষিকীতে।

সব মিলিয়ে, একজন উগ্র জাতীয়তাবাদী নেতার জীবন, সম্পদ এবং পরিণতি—সবই ইতিহাসে আজ রহস্য, বিতর্ক ও শিক্ষার উদাহরণ হয়ে রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর