বিল গেটস আবারও নজর কাড়লেন এক ভিন্ন ধরনের শক্তির উৎস নিয়ে। নিজের ব্লগ Gates Notes-এ সম্প্রতি তিনি লিখেছেন মাটির গভীরে লুকিয়ে থাকা ভূতাপীয় শক্তি নিয়ে, যেটি হতে পারে ভবিষ্যতের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি।
ছেলে ররির সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ঘুরে বেড়ানো থেকে শুরু করে আইসল্যান্ডের আগ্নেয়গিরি এলাকায় সফর গেটসের ভূতাপীয় শক্তির প্রতি আগ্রহ বহুদিনের। আর এবার তিনি গিয়েছেন উটাহর কেপ স্টেশন-এ, যেখানে গড়ে উঠছে পৃথিবীর সবচেয়ে আধুনিক ভূতাপীয় বিদ্যুৎকেন্দ্র।
এই প্রকল্পের পেছনে রয়েছে Fervo Energy, যাদের উদ্ভাবনী প্রযুক্তি—বিশেষ করে হরাইজন্টাল ড্রিলিং—ভূগর্ভস্থ তাপ শক্তিকে আরও গভীর থেকে, আরও সাশ্রয়ীভাবে তুলতে পারছে। তাদের এক কূপের গভীরতা প্রায় ১৫,000 ফুট, যা ৫০টি স্ট্যাচু অফ লিবার্টির সমান!
প্রথাগত ভূতাপীয় কেন্দ্রে পানি বাষ্প হয়ে হারিয়ে যায়। কিন্তু Fervo ব্যবহার করছে বদ্ধ সিস্টেম, যেখানে সেই পানি পুনরায় মাটির নিচে পাঠানো হয় — সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে।
গেটসের মতে, ভবিষ্যতে ভূতাপীয় শক্তি বিশ্বের বিদ্যুৎ চাহিদার ২০% পর্যন্ত পূরণ করতে পারবে। এবং এই রূপান্তরের নেতৃত্বে থাকবে আমেরিকার মতো দেশ, যারা প্রযুক্তিকে কাজে লাগাতে জানে।
সত্যিই, পৃথিবীর গভীরে লুকানো শক্তির গল্পটা যেন বিজ্ঞানের উপন্যাস! আর সেটিকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসছে ফার্ভো ও ব্রেকথ্রু এনার্জির মতো সাহসী উদ্ভাবকেরা।
মন্তব্য করুন: