[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

ঘোড়া চালানো শিখতে পারবেন ঢাকার ৩০০ ফিটে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ৫:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকার পূর্বাচলে ফসলি জমি আর মাঠ পেরিয়ে চোখে পড়ে ব্যতিক্রমী এক দৃশ্য একটি ঘোড়ার প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে প্রবেশ পথেই চোখে পড়ে মহিষের খুলি, গরুর গাড়ির চাকা, আর এক টুকরো ওয়েস্টার্ন পরিবেশ। এটি ‘হর্স রাইডিং ট্রেনিং সেন্টার’, প্রতিষ্ঠাতা জাহেদুল ইসলাম।

২০২১ সালে চট্টগ্রাম থেকে শুরু, আর ২০২৩ সালে পূর্বাচলে যাত্রা। তার হাত ধরে তৈরি হয়েছে দেশের প্রথম বেসরকারি হর্স রাইডিং স্কুল। এখানে মারওয়ারি জাতের চারটি ঘোড়া দিয়ে চলে প্রশিক্ষণ। শুধু রেগুলার রাইডিং নয়, ইকুস্ট্রিয়ান শো-জাম্পিং কোর্সও চালু আছে।

এখানে শতাধিক শিক্ষার্থী ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব, নিয়ন্ত্রণ অ্যাডভেঞ্চার শিখছে। কারও বয়স ১২, কেউ চাকরি করে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সপ্তাহে ছয়দিন চলে ক্লাস, প্রতিদিন দুই শিফটে।

ঘোড়ার প্রতি টান থেকেই সব ছেড়ে জাহেদুল খুলেছেন এই সেন্টার। কর্মসংস্থানও তৈরি হয়েছে অন্তত তিনজনের জন্য, যারা ঘোড়ার যত্ন নেয়।

শুধু দেশেই নয়, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন কেউ কেউ জকি হিসেবে কাজ করতে।

জাহেদুলের স্বপ্ন, সরকারি সহায়তা পেলে দেশব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে দিতে চান। তৈরি করতে চান আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য রাইডার যারা একদিন দেশের পতাকা উঁচিয়ে ধরবে অলিম্পিকে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর