[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (৩ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এ আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে, সম্ভাবনার নতুন নতুন দরজাও খুলে যাবে। কিন্তু সেটা সম্ভব না হলে দেশ পিছিয়ে যাবে।

বাংলাদেশে এখন কাজ করার উপযুক্ত সময় বিরাজ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার জনসমর্থিত তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যে কোনো কাজ করতে সরকার আগ্রহী।
এর পরিপ্রেক্ষিতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আগে টেলিযোগাযোগ খাতের কোনো অফিসে গিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না। বর্তমানে পরিবেশ পরিবর্তন হয়েছে। এখন কথা বলা যাচ্ছে এবং ফিডব্যাক ও পাওয়া যাচ্ছে, এটা টেলিকমিউনিকেশন খাতের জন্য শুভলক্ষণ।

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী রাজিব শেঠী বলেন, গত ১৫ বছরে টেলিকমিউনিকেশন খাতে কমিশন বেজড বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে। যার ফলে মোবাইল অপারেটররা মুনাফা বঞ্চিত হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর