[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় শীত আরও জোরালো হয়ে উঠছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ক্রমেই কমছে রাজধানী ও আশপাশের এলাকায়। শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা সড়ক ও নৌ যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর