বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে যুক্ত হওয়ার লক্ষ্যে একধাপ এগোল বাংলাদেশ। দেশের মাটিতেই প্রথমবারের মতো রকেট ও স্যাটেলাইট উৎপাদন, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো)। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ১.৩৫ কোটি টাকা ব্যয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প শুরু হয়েছে।
স্পারসো সূত্র জানায়, গত মাসে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে এবং ২০২৬ সালের জুনের মধ্যে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সমীক্ষায় রকেট ও স্যাটেলাইট উৎপাদন, উৎক্ষেপণ কেন্দ্র, ইন্টিগ্রেশন ও টেস্ট ল্যাব এবং স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাবনা যাচাই করা হবে।
প্রাথমিকভাবে পটুয়াখালীর কলাপাড়া, চট্টগ্রামের আনোয়ারা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা উৎক্ষেপণ কেন্দ্রের জন্য বিবেচনায় রয়েছে। স্পারসো জানায়, ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জনই লক্ষ্য। এ প্রকল্পে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে বিনিয়োগের সম্ভাবনাও দেখা যাচ্ছে।
মন্তব্য করুন: