[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

পুরান ঢাকায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক তথ্যে কারখানাটি প্লাস্টিক ও পলিথিন সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের মুখে পড়ছে, যা আগুন নিয়ন্ত্রণের কাজে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।

এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর