বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই দুই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিশ্চিত করবে। ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে বাংলা ভাষার জন্য এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম ছিল না। তিনি আরও জানান, বই ও নথির জ্ঞানকে ডিজিটাল ও সার্চযোগ্য করতে স্পিচ টু টেক্সট ও টেক্সট টু স্পিচ সুবিধা যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, প্রকল্পটি বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য ভাষা সংরক্ষণেও ভূমিকা রাখবে। ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’ তৈরি হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন একটি প্রকল্পের মাধ্যমে।
মন্তব্য করুন: