[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

নতুন কূপে মিলবে বাড়তি গ্যাস, স্বস্তির আশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা পূরণে পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উদ্যোগে তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে চারটি নতুন কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে সকালে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ২৮ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন। খনন কাজের উদ্বোধন ঘোষণা করেন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব।

প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে তিনটি কূপ এবং গাজীপুরের কালিগঞ্জের কামতা গ্যাস ফিল্ডে একটি কূপ খনন করা হবে। সংশ্লিষ্টরা জানান, পুরো কার্যক্রম সম্পন্ন হতে আনুমানিক ১১০ দিন সময় লাগবে। খনন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজিএফসিএল কর্তৃপক্ষ জানায়, প্রকল্পের অধীনে তিতাস ২৮, ২৯ ও ৩০ নম্বর কূপ দ্রুত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব কূপ থেকে দৈনিক অন্তত ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কামতা কূপ সম্পন্ন হলে সেখান থেকে আরও প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর