 
                                                                        
                                    মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার একাধিক মামলার পলাতক আসামি এবং নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সহযোগী, মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়াকেও আটক করা হয়েছে।
বুধবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাগর দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে ছিলেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি ঢাকায় লুকিয়ে ছিলেন।
গত বছরের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় তিনজন নিহত এবং শতাধিক আহত হন। ওই ঘটনায় সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ১০টি মামলা দায়ের হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নিহতদের স্বজন ও স্থানীয়রা সদর থানার সামনে বিক্ষোভ করে সাগরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন: