[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

হাসিনাসহ আসামিদের শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি :  সংগৃহীত

সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি না হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি বড় অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আর এর নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালে আজ মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাসের প্রত্যাশা করেন। তবে প্রসিকিউশন জানায়, প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্য অনুযায়ী সর্বোচ্চ সাজা, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে তারা।

৩ আগস্ট শুরু হওয়া এ মামলায় ৫৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়, আর যুক্তিতর্ক চলে মোট ৬ কার্যদিবস। প্রসিকিউশন জানিয়েছে, এ মামলার রায়ই নির্ধারণ করবে—বাংলাদেশে ন্যায়বিচার কতটা প্রতিষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর