[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের সেই স্ক্রিনশট থেকে যা জানা গেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ছবি :  সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২২ অফক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার গভীর রাতে বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন চকবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শ্রীশান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আহসান উল্লাহ হলের শিক্ষার্থী শ্রীশান্ত রায় ‘উইকলি সার্ভিস’ নামে একটি রেডিট আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও মুসলিম নারী নিয়ে অশালীন ও ঘৃণামূলক মন্তব্য করেছেন। এসব মন্তব্য বুয়েটের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ‘উইকলি সার্ভিস’ নামের ওই আইডি থেকে ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং নারীদের প্রতি অশালীন মন্তব্য পোস্ট করা হয়। রেডিটে ছড়িয়ে পড়া কিছু কথোপকথনে মুসলিম নারীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ রয়েছে।

তবে অনলাইনে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশট আসলেই শ্রীশান্ত রায়ের কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। অনেক নেটিজেন দাবি করছেন, ধানমন্ডির হোটেল আল ফাহাদে উল্লেখিত ঘটনার সত্যতা যাচাই করতে হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা প্রয়োজন।

এ ঘটনায় বুয়েট প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর