[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকেরা সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
. মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা প্রদান
. শিক্ষকদের জাতীয়করণ
. শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রশাসনিক স্বীকৃতি প্রদান

এর আগে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড জলকামান নিক্ষেপের ঘটনারও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা।

ঘটনার পর কর্মসূচির সময় এগিয়ে এনে একদিন আগেই কর্মবিরতি কার্যকর করছেন তারা।

এর ফলে সোমবার থেকেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর