[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস, থাকবে আগামীকাল পর্যন্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। মঙ্গলবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৩ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বুধবার থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর