[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

আকস্মিক উৎপাদন সংকটে বড় বিদ্যুৎ কেন্দ্র, সাড়ে ১৩শ মেগাওয়াট লোডশেডিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে দেশে বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এতে আকস্মিকভাবে সারা দেশে লোডশেডিং বেড়ে যায়।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩০০ মেগাওয়াটের বেশি। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই-তিন দিন সময় লাগতে পারে।

সূত্র জানায়, বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। যদিও এ ইউনিটটি কয়লার অভাবে বন্ধ হয়েছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে। এদিকে ভারতের আদানি পাওয়ারের একটি ইউনিট থেকেও সরবরাহ বন্ধ থাকে। ফলে কেন্দ্রটির সক্ষমতা থাকলেও রাত ৯টা পর্যন্ত মাত্র ৭৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়।

এছাড়া বিবিয়ানার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। তবে রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফেরে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর