[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু ভোটে কারচুপির অভিযোগ জিএস প্রার্থী বাকেরের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার দুপুরে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবু বাকের দাবি করেন, অমর একুশে হলে ভোটারদের আগে থেকে পূরণকৃত ব্যালট দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় ওই কেন্দ্রের এক পোলিং অফিসার জড়িত ছিলেন। একই ধরনের অনিয়ম ইউ ল্যাব কেন্দ্রেও ঘটেছে বলে শোনা যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ ভোট কারচুপি হচ্ছে।

সংবাদ সম্মেলনে বাকের অভিযোগ করেন, শামসুন্নাহার হলে সাদা দলের প্রভাবশালীরা ইমব্যালেন্সের আশঙ্কা তৈরি করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি ভোট ইঞ্জিনিয়ারিং হয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ব্যালট বিপ্লবের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টাকে রুখে দিতে হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর