[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসার প্রত্যাহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:০২ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন এ পদক্ষেপ নেন।

সকালে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করার অভিযোগ ওঠে ওই হলের কর্মকর্তা ও পোলিং অফিসার জিয়াউর রহমানের বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, এটি ছিল অনিচ্ছাকৃত ভুল।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন পুরুষ ২০ হাজার ৯১৫ জন ও নারী ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস ১৯ জন ও এজিএস ২৫ জন। এছাড়া বিভিন্ন সম্পাদক ও সদস্য পদেও শতাধিক প্রার্থী লড়ছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর