[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

বার্ধক্যজনিত জটিলতায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বদরুদ্দীন উমর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

লেখক, গবেষক ও বাম ধারার বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রোববার সকালে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষকতা থেকে শুরু করে অক্সফোর্ডে উচ্চশিক্ষা, ভাষা আন্দোলন ও রাজনৈতিক চিন্তায় তার অবদান ব্যাপকভাবে আলোচিত।

১৯৬৪ সালে প্রকাশিত ‘সাম্প্রদায়িকতা’ প্রবন্ধ এবং পরবর্তী গ্রন্থসমূহ ‘সংস্কৃতির সংকট’ ও ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ তাকে বুদ্ধিজীবী মহলে বিশেষ পরিচিতি দেয়। তার গবেষণা গ্রন্থ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ বাংলা সাহিত্যে এক অনন্য অবদান হিসেবে স্বীকৃত।

চলতি বছর তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হলেও তিনি তা ফিরিয়ে দেন। প্রগতিশীল বুদ্ধিজীবী মহলে তার দৃঢ় অবস্থান ও ‘না বলার ক্ষমতা’কে বিশেষভাবে স্মরণ করা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর