[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ফাইল ছবি

কক্সবাজারের নাফ নদী ও সংলগ্ন এলাকায় একের পর এক বাংলাদেশি জেলের নিখোঁজ বা অপহরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, গত এক মাসে অন্তত একশত জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের স্বজনদের মতে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে।

নাফ নদী মূলত কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তে অবস্থিত। এখানে জেলেরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তবে অপহরণের ঘটনায় অনেকেই সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। বাংলাদেশের কোস্টগার্ড দাবি করেছে, দেশের জলসীমার ভিতরে কেউ আটক হয়নি। কোস্টগার্ড জানিয়েছে, জেলেরা সীমান্ত অতিক্রম করলে তাদেরকে ধরার ঘটনা ঘটছে।

গত ২৬ আগস্ট টেকনাফের শাহপরী দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদের ছেলে নদী থেকে আরাকান আর্মি দ্বারা অপহৃত হন। তিনি বলেন, “স্পিডবোটে আসা সবার হাতে বন্দুক ছিল, এবং তারা পুলিশের মতো পোশাক পরেছিল।” এ ঘটনার পর এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর