[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটির কোকেন জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

২৬ আগস্ট কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে,  দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর QR638) ওই নারী ঢাকায় পৌঁছান।

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল। পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন।

জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। জব্দ করা কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর