[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

সোর্স: চ্যানেল২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর