[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব প্রত্যাহার


প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

পুলিশসহ যৌথবাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সোর্স: BBC বাংলা 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর