[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

রাষ্ট্র সংস্কার: রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ৪:২৯ পিএম

ফাইল ছবি

সংস্কার কমিশনের কাজে অগ্রগতি নিয়ে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে।

সংস্কার কমিশনের কাজে অগ্রগতি নিয়ে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা হবে। এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে।’
এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোকে জানানো হবে বলে জানান শফিকুল আলম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর