[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

'সাম্প্রদায়িক' বলে প্রচার করা ৯ জনের মৃত্যু অন্য কারণে

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সহিংসতায় নয়জন মারা গেছে বলে যে রিপোর্ট দিয়েছিল, সেখানে প্রতিটা ঘটনায় হয় রাজনৈতিক অথবা ব্যক্তিগত কারণ ছিল। তা মোটেও ধর্মীয় বা সাম্প্রদায়িক বিষয় ছিল না।

বাংলাদেশ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনাব শফিকুল আলম বলেন, সহিংসতায় গত অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিগত সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত অনেক সরকারি কর্মকর্তা আবেদন করেছিলেন। তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকারের তরফ থেকে একটা কমিটি করা হয়েছিল। তিন মাসের মধ্যেই গতকাল কমিটি সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দিয়েছে। তারা ১ হাজার ৫৪০ জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন। সেগুলো যাচাইবাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ-সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছে। তাদের সুপারিশ পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তার ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

মিয়ানমার পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে বাংলাদেশ :

বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে নেওয়ার খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পরিস্থিতি কঠোরভাবে মনিটরিং (পর্যবেক্ষণ) করছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর