[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

সংস্কারের পর নির্বাচনের দিকে যেতে চাই: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম

ফাইল ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। গণ-অভ্যুত্থানে মানুষের যেই আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’

আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজের ফলক উন্মোচন ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘শহীদ ও আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই।’

সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত সারের কোনো সংকট নেই। রংপুরে ফসলের ভরা মৌসুমে সারের যেন সংকট না হয়, সে জন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলব রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।’

দেশে চলমান উন্নয়নকাজ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। আমরা চলমান কাজগুলো সমাপ্ত করার ব্যবস্থা নিয়েছি।’ বর্তমান সরকারের সময় দেশের সব অঞ্চলে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর