[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

জীবনসঙ্গীর সহিংসতায় এখনো ৭৬% নারী ভুক্তভোগী: বিবিএস জরিপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’ অনুযায়ী, দেশের ৭৬% নারী জীবনে অন্তত একবার স্বামীর সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৪৯% নারী গত এক বছরে সহিংসতার মুখোমুখি হয়েছেন।

জরিপে দেখা গেছে, নারী অধিকাংশ ক্ষেত্রেই সহিংসতার ঘটনা গোপন রাখেন ৬২% নারী কখনো অভিযোগই জানাননি। সহিংসতার ধরন ছিল শারীরিক, যৌন, মানসিক অর্থনৈতিক। তবে ২০১৫ সালের তুলনায় এই হার ১৭% কমেছে।

এছাড়া, ১৫% নারী সঙ্গী নন এমন ব্যক্তির মাধ্যমে শারীরিক সহিংসতার শিকার হন, আর .% নারী ডিজিটাল প্ল্যাটফর্মে লিঙ্গভিত্তিক সহিংসতার মুখোমুখি হয়েছেন।

শুধুমাত্র ১৪.% নারী চিকিৎসা নিয়েছেন এবং মাত্র .% নারী আইনি সহায়তা চেয়েছেন। সহিংসতা মোকাবিলায় সহায়তাকারী হেল্পলাইন ১০৯ সম্পর্কে মাত্র ১২.% নারী জানেন।

পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম বলেন, এসব তথ্য সমাজে নারীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর