[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

রাজার মতোই ফিরলেন মেসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো। তাঁর ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি।

মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরোয়ার্ড খেলেছেন মূল একাদশে। জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে।

ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে ২৩ মিনিট।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন ইন্টার মায়ামি ডিফেন্ডার মার্সেলো উইনগাড। মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো।   

সোর্স: আজকের পত্রিকা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর