[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ফিল সিমন্স!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:০৪ পিএম

সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি হলেও পরে সেটি বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করা হয়েছে। নতুন মেয়াদে সিমন্সের প্রথম চ্যালেঞ্জ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই বাজেভাবে হেরে সমালোচনার মুখে পড়ে টাইগাররা।

জিম্বাবুয়ে সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বাংলাদেশ দল নতুন মানসিকতা নিয়ে খেলবে। কিন্তু মাঠের খেলায় পুরনো চিত্রই দেখা গেছে। হারের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ফিল সিমন্স।

আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, একটু ধৈর্য ধরুন। আমি জানি, এখানকার মানুষ ক্রিকেট নিয়ে কতটা আবেগী। কিন্তু আমরা সঠিক কাজগুলো করার চেষ্টা করছি, যাতে দল উন্নতি করতে পারে।’

পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলেও মনে করিয়ে দেন ক্যারিবীয় কোচ, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু উইকেটে পড়ে থেকে ২০০ রান করার চিন্তা আমাদের নেই। পরিবর্তন আনতে সময় লাগবে, এজন্য ধৈর্য ধরতে হবে।’

চট্টগ্রাম টেস্টের আগে সিমন্সের বার্তা, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক–দুই–তিন টেস্ট ম্যাচে এটা হবে না।’

সোর্স: সমকাল 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর