[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মেসিকে আজীবন খেলতে দিতে চান স্কালোনি

যত দিন খুশি মেসিকে খেলতে দিতে চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম

ফাইল ছবি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। এমন ম্যাচের পর লিওনেল স্কালোনির স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা। বলিভিয়াকে ৬-০ গোলে হারানোর পর সন্তুষ্টিই প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ৫ গোলে সরাসরি অবদান রাখা লিওনেল মেসির।

আর্জেন্টিনার কোচ হিসেবে এটা ছিল স্কালোনির ৮১তম ম্যাচ। গিয়ের্মো স্তাবিলের ১২৭ ম্যাচের আর্জেন্টাইন কোচিংয়ের রেকর্ড ছুঁতে স্কালোনিকে আরও অনেক দূর যেতে হবে। তবে আপাতত স্কালোনির এই ছয় বছর মেয়াদে আর্জেন্টিনা যেন সোনালি সময় পার করছে। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ চারটি শিরোপা জয়ের পথে এই ৮১ ম্যাচে ৫৭টি জয় পেয়েছেন স্কালোনি। তাঁর অধীন আর্জেন্টিনা ড্র করেছে ১৭ বার, হেরেছে মাত্র ৭ ম্যাচ। এ সময় ১৬৫ গোল করার বিপরীতে ৪৩ গোল হজম করেছে আর্জেন্টিনা।

স্কালোনিকে অবশ্য এসব পরিসংখ্যান টানে না। বলিভিয়ার বিপক্ষে দল যেভাবে খেলেছে, আর্জেন্টিনা কোচ তাতেই খুশি, ‘আমরা নিজেদের স্বকীয়তা বজায় রেখে জিতেছি। এই চেতনাটা কখনো হারাইনি। আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং দর্শকেরাও তৃপ্তি নিয়ে ফিরেছে।’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর