[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে

বিপিএলে ‘বিস্ফোরণ’ দেখছেন শাকিব খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪ ২২:১০ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে দুজন বিখ্যাত মানুষের নাম একই। নামের বানানে কিছুটা পার্থক্য আছে অবশ্য। তাঁদের একজন সাকিব, সাকিব আল হাসান। আরেকজন শাকিব, শাকিব খান। প্রথমজন ক্রিকেটার, তবে বিজ্ঞাপনচিত্রের বদৌলতে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশনে’র জগতও কিছুটা চেনা খেলোয়াড় সাকিবের। আরেক শাকিব, অর্থাৎ শাকিব খান এত দিন রুপালি জগতেরই মানুষ ছিলেন। এবার তিনি নাম লেখালেন ক্রিকেটেও।

আসন্ন ১১তম বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততা চরম। শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী। ‘দরদ’-এর টিজার নিয়ে দর্শকদের আগ্রহ আপ্লুত করছে শাকিবকে। ওদিকে আরেক সিনেমা ‘বরবাদ’-এর শুটিংয়ের জন্য সহসাই মুম্বাই যাচ্ছেন তিনি। এসবের মধ্যেই আজ সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব খান।

দল গড়ার ঘোষণার পর থেকে দেশ এবং বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি। শাকিব বিস্ফোরণ দেখছেন সেখানেও, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’

ক্রিকেট-সিনেমার সম্মিলনের বিস্ফোরণটা ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে থাকলে আরও বেশি হতো কিনা, এ নিয়ে আলোচনা আছে। যদিও শাকিব খানের মনে হচ্ছে, দুজন দুই দলে থাকায় রোমাঞ্চটা আরও বেশি, ‘আপনি যেমন বলছেন দুজন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছে, দুজনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরও খুব ভালো লাগবে।

ড্রাফটের অভিজ্ঞতা থেকে এই চলচ্চিত্র তারকার আশা, এবার সত্যি সত্যি বিপিএলে আগের রোমাঞ্চ ফিরবে, ‘ড্রাফটে বসে আমরা যখন চূড়ান্ত সমীকরণ মিলাচ্ছিলাম, তখন বিভিন্ন গণমাধ্যমে যেভাবে খবরগুলো এসেছে, যেরকম উচ্ছ্বাস দেখেছি, আমাদের মনে হয়েছে প্রথমবার বিপিএলে যেরকম উচ্ছ্বাস দেখেছিলাম সেরকমই উচ্ছ্বাস সবার মধ্যে—ইয়েস এবার হবে খেলা!’

গোছানো প্লেয়ার্স ড্রাফট আয়োজনের জন্য শাকিব খান বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর আশা নতুন বিপিএল টুর্নামেন্টটাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়। মাঠের লড়াইও হবে আনন্দের। শাকিবের ভাষায়, ‘খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে।’

তা এমন বিস্ফোরণোন্মুখ বিপিএলে দুষ্টু-মিষ্টি লড়াইয়ের জন্য ঢাকা ক্যাপিটালস দলটা কেমন হলো? এবার প্রশ্নকর্তাকে নায়ক শাকিব খানের পাল্টা প্রশ্ন, ‘আপনার কি মনে হয়েছে? নাম্বার ওয়ান হয়েছে তো? ব্যাস!’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর