[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

সাকিবের ব্যাপারে ইতিবাচক বিসিবি

ওয়ানডেতে অধিনায়ক শান্ত; খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫ ১১:০১ এএম

ফাইল ছবি

গত বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় নেতৃত্ব ছাড়ার কথা ভাবছিলেন। শেষমেষ টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে আছেন তিনিই। বিপিএলের পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত অধিনায়ক হিসেবেই ফিরবেন, এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আফগানিস্তান সিরিজের সময় ইনজুরিতে ছিটকে যান শান্ত

গত বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় নেতৃত্ব ছাড়ার কথা ভাবছিলেন। শেষমেষ টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে আছেন তিনিই। বিপিএলের পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত অধিনায়ক হিসেবেই ফিরবেন, এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আফগানিস্তান সিরিজের সময় ইনজুরিতে ছিটকে যান শান্ত। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলে। টি-টোয়েন্টি সিরিজ নেতৃত্ব দেন লিটন দাস। শান্ত বিসিবিকে জানিয়ে দেন টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দেবেন না। তবে বাকি দুই ফরম্যাটে নেতৃত্ব দিতে আপত্তি নেই। বোর্ড সভাপতি ফারুক জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তর নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল!

এক প্রশ্নের জবাবে ফারুক বলেছেন, "শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। ও (শান্ত) যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। ওর মেয়াদ কতদিন, আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত এক বছর। আমরা আসলে মনে করেছিলাম ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এরপরের ব্যাপারটা বোর্ডের কাছ থেকে...। কিন্তু এই মুহূর্তে সে ইনজুরড হয়ে বাইরে গেছে, ও অধিনায়ক হিসেবেই আসবে। এখন আমরা ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনও কারণ দেখছি না।"

সাকিবের জন্য 'আবার চেষ্টা' করবে বিসিবি
অলরাউন্ডার সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে। তিনি নিজে আবারও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাকিবকে দলে ফেরানোর চেষ্টা করবেন বলে জানান।

ফারুক আহমেদ বলেন, "প্রথমত, সাকিব তো এখনও অবসর নেননি, তার অবসর নিয়ে কোনো ঘোষণা হয়নি। যদি সাকিব অবসর নিয়ে থাকতেন, তবে বলতাম সে আর খেলার মধ্যে নেই। তবে তার কিছু সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানের জন্য সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। এসব বিষয়ে আমি সরাসরি কিছু করতে পারি না। এটা শুধু সরকারের নির্দেশনা অনুযায়ী হতে হবে। সাকিবের সমস্যা সমাধান হলে, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারব।"

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর