[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানা গেল সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছরের রমজান মাস ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে। আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি জন্ম নিলেও সে দিন দেখা যাবে না, তাই রোজার শুরু ১৯ ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিট হবে। তাপমাত্রা শুরুতে ১৬-২৮°C, মাস শেষে পৌঁছাবে ১৯-৩২°C-এ।

আবহাওয়ার শুরুতে থাকবে শীতল উত্তরীয় বাতাস, মাসের শেষে থাকবে বসন্তকালীন উষ্ণতা ও পশ্চিমা বাতাস।

আল জারওয়ান আরও জানান, রমজানে ১৫ মিমি বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে, যা মৌসুমি গড় হিসাব অনুযায়ী স্বাভাবিক। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার ওপর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর