[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বিল্ডিং থেকে পড়ে প্রান হারালেন বাংলাদেশি কর্মী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে আলালের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আলাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে মো. আলাল উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। ৩০ অক্টোবর দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর