[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

নির্বাচনে কখনো হারেননি যিনি, বিদায়ে রেখে গেলেন অপ্রতিদ্বন্দ্বী এক রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

জীবনের সব লেনদেন শেষ করে অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে মৃত্যুর পরও তার নাম উচ্চারিত হচ্ছে এক অনন্য নির্বাচনী রেকর্ডের কারণে, যা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরল। দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় সংসদ নির্বাচনে যে আসনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেই জয় পেয়েছেন, কখনোই পরাজয়ের মুখ দেখেননি।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিবার পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই বিজয়ী হন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনেও তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় ধরে রাখেন। বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম ছিল তার নির্বাচনী শক্ত ঘাঁটি, পাশাপাশি ঢাকা ও খুলনার আসনেও জয় পান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক সাফল্য ছিল তার ব্যক্তিগত জনপ্রিয়তা, দলীয় সংগঠন ও ভোটার আস্থার প্রতিফলন। শিক্ষাখাতে যুগান্তকারী উদ্যোগসহ রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার সঙ্গে এই নির্বাচনী ইতিহাস তাকে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর