[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

এনসিপিতে যোগ দিলেন আসিফ, করবেন না নির্বাচন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছে দলটি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের পাশে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ নিজেও।

দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নির্ধারণে আসিফ মাহমুদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। তবে তিনি সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন না।

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আসিফ মাহমুদ নির্বাচন করবেন না এবং তাঁর দায়িত্ব থাকবে নির্বাচন পরিচালনা ও দলীয় যোগাযোগ ব্যবস্থাপনায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর