[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া !

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অবস্থার বড় কোনো পরিবর্তন না হলেও চিকিৎসকরা এটিকে স্থিতিশীল হিসেবে দেখছেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শরীর নিয়মিতভাবে ওষুধ গ্রহণ করছে এবং চিকিৎসার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে। গত কয়েক দিনের মতোই তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন বলেও জানান তিনি।

খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি তিনি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘদিনের জটিলতায় ভুগছেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। উন্নত চিকিৎসা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর