[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ হয়ে তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এখন ব্রেন প্রটেকশন প্রটোকল অনুসরণ করে চিকিৎসা চালানো হচ্ছে। ফুসফুসে আঘাতের কারণে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রয়েছে এবং সংক্রমণ বা এআরডিএস এড়াতে সতর্কতা নেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা আপাতত স্বাভাবিক থাকলেও তরল ভারসাম্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এছাড়া ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা দিচ্ছে। প্রয়োজন হলে অস্থায়ী পেসমেকার বসানোর প্রস্তুতিও রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, ডিআইসি পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

মেডিকেল বোর্ড রোগীর সার্বিক অবস্থা ‘চরম ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল থেকে কাছ থেকে গুলি করা হলে গুরুতর আহত হন ওসমান হাদি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর