[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালু করা হবে। এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট–১’ পরিচালিত হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি দাবি করেন, এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এমন যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে তিনি ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও শঙ্কামুক্ত নন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর