ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা জেলা উত্তরের উদ্যোগে গত ৭ এপ্রিল ২০২৫ আশুলিয়ার একটি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আপ বাংলাদেশ’ -এর অন্যতম উদ্যোক্তা ও সংগঠক নাঈম আহমাদ। তিনি বলেন, "আপ বাংলাদেশের সংগঠকরা আওয়াসীলীগ নিষিদ্ধের দাবি ৯০ হাজার গ্রামে পৌঁছে দেবে, যাতে আগামী নির্বাচনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামীলীগ আর সামাজিক বা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে না পারে। যদি কেউ আওয়ামীলীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখেন, আপ বাংলাদেশ দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করে ক্যাম্পেইন চালাবে।"
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বদরে আলম শাহীন এবং সঞ্চালনা করেন মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মুফতি আবদুল্লাহ (খতিব, বাইতুশ শরফ জামে মসজিদ), মুফতি জিয়াউর রহমান (পরিচালক, ইকরা মাদানিয়া একাডেমি) এবং মো. এখলাছ উদ্দিন (দিপু) (শিক্ষক, গণ বিশ্ববিদ্যালয়)।
শায়েখ মুফতি আবদুল্লাহ বলেন, "জুলাই অভ্যুত্থানের পর যাদের কাছে ভালো কাজের আশা দেখেছিলাম, সময়ের সঙ্গে তাদের দ্বারা হতাশ হয়েছি। তবে যদি আপ বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়, আমরা তাদের পাশে থাকবো।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের সংগঠক সাদ আল মোকাররম, সোহেল রানা, মাওলানা ওসমান গনি প্রমুখ।
সভা শেষে দেশব্যাপী গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন: