[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সমাপ্ত হলো জুলাই বিপ্লব নাট্যোৎসব ২০২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৮:০৭ এএম

ফাইল ছবি

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ‌বানের মধ্য দিয়ে পর্দা নামলো তিন দিনব্যাপী জুলাই বিপ্লব নাট্যোৎসবের । সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ও মহানগর নাট্য সংসদের উদ্যোগে গত ২৪,২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী দিবস ছিলো ২৬ জুলাই, শনিবার।

উৎসবের শেষ দিনে মোট চারটি নাটকের মঞ্চায়ন হয়। নাটকগুলো ছিলো- মহানগর নাট্য সংসদ প্রযোজিত শফিকুল ইসলাম রুবেলের রচনা ও এবিএম নোমান নির্দেশনায় '৩৬ জুলাই', স্বাপ্নিক থিয়েটার প্রযোজিত হুসনে মোবারক রচিত ও এইচ এম তানভীর হাসান নির্দেশিত 'গারদের বন্দি', মাইম আর্ট -এর প্রযোজনায় নিথর মাহবুব এর রচনা, নির্দেশনা ও অভিনয়ে 'রক্তে আগুন লেগেছে' এবং সর্বশেষ বাংলা মটর থিয়েটার -এর প্রযোজনায় স্বজন জহিরের রচনা ও আব্দুল হাই সেলিমের নির্দেশনায় 'শহীদেরা ফিরে আসে'।

এছাড়া ছিলো আবৃত্তি ও গণ সংগীত। ৩৬ জুলাই, গারদের বন্দি ও রক্তে আগুন লেগেছে নাটকের মূল কাহিনীতে জুলাই বিপ্লবের উত্তাল দিগুলোর চিত্র ফুটে উঠলেও শহীদেরা ফিরে আসে নাটকের গল্প ও উপস্থাপনায় ভিন্নতা ছিলো। এ নাটকে জুলাই বিপ্লবের পর গত ১ বছরজুড়ে রাজনৈতিক নেতাদের নানা অবিমৃষ্যতা ফুটিয়ে তোলা হয়। ফুটিয়ে তোলা হয় জুলাইয়ের শহীদ আর লড়াকুদের চোখে বাংলাদেশকে নিয়ে স্বপ্নের কথা।

নির্দেশক আব্দুল হাই সেলিমের ভাষায়, 'আমরা আমাদের নাটকে জুলাই বিপ্লব নিয়ে ক্রেডিটবাজির অপচেষ্টাকে রাঙ্গায়িত করার চেষ্টা করেছি। শহীদ ও আহতদের ফিরিয়ে এনেছি তাদের স্বপ্নগুলো তুলে ধরার জন্য।'

রচয়িতা স্বজন জহির বলেন, 'শহীদেরা ফিরে আসে নাটকের একটাই বক্তব্য তা হলো বিপ্লবীদের আকাঙ্খা বাস্তবায়নে ইস্পাতদৃঢ় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। ভবিষ্যতেও আমাদের নাটক এভাবে ঐক্যের বার্তাই দিয়ে যাবে।'

সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও নাট্যব্যক্তিত্ব আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাট্যজন মাহবুব মুকুল। উপস্থিত ছিলেন সেক্রেটারি আল্লামা ইকবাল, সাংস্কৃতিক সংগঠক মনজুরুল আহসান তাওহিদ, আব্দুর রহমান, হুসনে মোবারক, ফারুক খান, আব্দুর রউফ, বেলাল হোসাইন, আব্দুল গণি বিদ্বান প্রমুখ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর