চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ এবং তার স্ত্রী শারমিন তামান্না চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে হাইকোর্ট জামিন দিলেও সম্প্রতি আদেশ চট্টগ্রামের আদালতে পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর চান্দগাঁও থানার শহিদুল ইসলাম হত্যা এবং পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় একই দিনে হাইকোর্টের একটি বেঞ্চ এই দম্পতিকে জামিন দেন। পরবর্তী সপ্তাহে পাঁচলাইশ থানার ফারুক হত্যা এবং চান্দগাঁও থানার আফতাব উদ্দিন হত্যা মামলাতেও জামিন দেওয়া হয়। আফতাব হত্যা ছাড়া বাকি তিনটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় গুলিতে নিহতের ঘটনায় দায়ের হয়।
বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী ফেনী জেলা কারাগারে রয়েছেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জামিন আদেশ স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষ আইনি পদক্ষেপ নেবে।
পুলিশ ও আদালত সূত্র অনুযায়ী, সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলা এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। এসব মামলার কারণে তারা এখনই কারামুক্ত হচ্ছেন না।
মন্তব্য করুন: