[email protected] মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২

জেড আই খান পান্না পেলেন জামিন


প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ২৩:১০ পিএম

ফাইল ছবি

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আগাম জামিন পেয়েছেন। তার এ জামিন থাকবে মামলার পুলিশি রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত।

 

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে জামিন দেন সোমবার (২১ অক্টোবর)।

আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ হোসেনসহ অনেকেই।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয় আইনজীবী পান্নার বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর