[email protected] মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২

কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলার বিচার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫ ১২:০১ পিএম

ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে কেরানীগঞ্জে এই মামলার বিচারকাজ চলবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, আগে বকশীবাজারের অস্থায়ী আদালতে মামলার বিচার পরিচালিত হলেও গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া, নিরাপত্তা ও আসামিদের স্থানান্তরের জটিলতার কারণে বিচারকাজ পরিচালনায় অসুবিধা দেখা দেয়।

কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালত স্থাপনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে এবং বিচারকার্য আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর