বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৩,৯০০ ডলার ছাড়িয়েছে। ৬ অক্টোবর স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.১% বেড়ে ৩,৯২৯.৯১ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের দাম ৩,৯৫৪.৭০ ডলারে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ইয়েনের দুর্বলতা, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা ও ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা এই তিনটি কারণই স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণীয় করে তুলেছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কম সুদের পরিবেশে স্বর্ণ সবচেয়ে লাভজনক বিকল্প।
২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছে ২৭% এবং ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ৪৯% বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, ডলারের দুর্বলতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা ভূমিকা রেখেছে।
এছাড়া সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
মন্তব্য করুন: