পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য নয়, একটি দেশের সভ্যতা, স্বাস্থ্য ও শৃঙ্খলার প্রতীক। অনেক দেশ ইতিমধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়েছে কঠোর আইন ও সচেতনতামূলক উদ্যোগ।
সিঙ্গাপুর পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। রাস্তায় চুইংগাম, সিগারেটের টুকরা বা ময়লা ফেললে ৩০০ ডলার পর্যন্ত জরিমানা হয়। পুনরায় অপরাধ করলে আরও বেশি জরিমানা ও জনসমক্ষে পরিষ্কারের শাস্তি দেওয়া হয়।
জাপানে পরিচ্ছন্নতা একটি সংস্কৃতি। মানুষ নিজ নিজ আবর্জনা নিজেরাই ঘরে ফেরত নেয়। শিশুদের স্কুল থেকেই শেখানো হয় নিজেদের আশপাশ পরিষ্কার রাখা। সামাজিকভাবে কেউ ময়লা ফেললে তা খুবই নেতিবাচকভাবে দেখা হয়।
জার্মানি ও সুইডেন বর্জ্য ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্লাস্টিক, কাচ, কাগজ ইত্যাদি আলাদা বিনে ফেলতে হয়। জার্মানির ‘পিফান্ড’ সিস্টেমে বোতল ফেরত দিলে টাকা ফেরত মেলে। সুইডেন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও সফল।
দুবাইতে প্রকাশ্যে ময়লা ফেললে ৫০০ দিরহাম জরিমানা এবং ড্রাইভিং লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকে। সেখানে ‘ক্লিন ক্যাম্পেইন’ নিয়মিত হয়।
রুয়ান্ডাতে মাসের শেষ শনিবার ‘ইউমুগান্ডা’ দিবস পালন করা হয়, যেখানে সবাই মিলে রাস্তাঘাট পরিষ্কার করে।
ভারতে ২০১৪ সালে শুরু হয় ‘স্বচ্ছ ভারত অভিযান’। পরিচ্ছন্ন শহরগুলোকে পুরস্কৃত করে উৎসাহ দেওয়া হয়।
এসব উদাহরণ প্রমাণ করে, পরিচ্ছন্নতা রক্ষা শুধু আইন নয়, অভ্যাস ও সংস্কৃতির বিষয়ও বটে।
মন্তব্য করুন: